মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি পূর্বপাড়া (শিমুলতলি) ফকির মঞ্জিল দরবার শরীফের তিনদিন ব্যাপি বাৎসরিক পবিএ ওরশ শরীফ শুক্রবার রাতে শেষ হয়েছে । ফকির মঞ্জিল দরবার শরীফের গদিনিশি পীর সাহেব পীরে কামেল শাহ্ সুফী মোঃ আব্দুর রহিম চিশতী নিজামী (বায়তল হায়াতুহু )আয়োজনে এবং এলাকাবাসী ও আশেকান ভক্তবৃন্দের সার্বিক ব্যাবস্থাপনায় ।
সাটুরিয়ায় ফকির মঞ্জিল দরবার শরীফের তিনদিন ব্যাপি বাৎসরিক পবিএ ওরশ শরীফে ,সাধারন সম্পাদক ,সাটুরিয়া উপজেলা আওয়মীলীগ ও চেয়ারম্যান ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের মোঃ আফাজ উদ্দিন মাস্টার ও চেয়রম্যান পদপ্রার্থী ফুকুরহাটি ইউনিয়ন, লিয়াকত হোসেন লাভুর সভাপতিত্বে । উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যন , সাটুরিয়া উপজেলা পরিষদের আবুল বাশার মাস্টার । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান , এ্যাড, আব্দুল মজিদ ফটো ।
জানা যায় ,ফকির মঞ্জিল দরবার শরীফের গদিনিশি পীর সাহেব পীরে কামেল শাহ্ সুফী মোঃ আব্দুর রহিম চিশতী নিজামী (বায়তল হায়াতুহু ) আয়োজনে এবং এলাকাবাসী ও আশেকান ভক্তবৃন্দের সার্বিক ব্যাবস্থাপনায় প্রতিবছর বাংলা অগ্রহায়ন মাসের ১৬,১৭,১৮ তারিখে বাৎসরিক ওরশ শরীফ করেন । মহান ওই ইসলাম প্রচারকের মানবিক কল্যাণকর কাজ দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে দেশে তাঁর ব্যাপক সুনাম ছড়িয়ে পড়ে। এরপর প্রতি বছরই তাঁর অনুসারী লাখ-লাখ ভক্তদের অংশ গ্রহণে ফকির মঞ্জিল দরবার শরীফে বাৎসরিক ওরশের মাধ্যমে দেশের বৃহৎ এক ধর্মীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে। মহাপবিত্র ওই ওরশকে উপলক্ষ করে বিশাল গ্রামীণ মেলা বসেছে। ফকির মঞ্জিল দরবার শরীফকে বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে।
ওরশ শরীফ সুষ্ঠুভাবে পালনে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ নিরাপত্বা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গত ১ ( ডিসেম্বর ) বুধবার থেকে সাটুরিয়ার ফকির মঞ্জিল দরবার শরীফের মাঠ প্রাঙ্গনে শুরু হয় বাৎসরিক ওরশ মোবারক । প্রথম দিন বাদ ফজর থেকে ফকির মঞ্জিল দরবার শরীফের প্রাঙ্গনে পবিত্র কোরআন খতম,বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল এবং তবারক বিতরণ করা হয় । বাদ মাগরিব তরিকতে চিশতীয়া নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ এশা জিকির করা হয়। দ্বিতীয় দিন বৃহস্পতিবার বাদ এশা বিচার গান পরিবেশন করেন বাংলাদেশের বিখ্যাত বাঊল ফরিদপুরের ফকির আবুল সরকার ও মানিকগঞ্জের পাবেল সরকার । ওরশের তৃতীয় ও শেষ দিনে বিচার গান পরিবেশন করেন ফরিদপুরের বিখ্যাত বাউল শিল্পী মানিকগঞ্জের ছোট আবুল সরকার ও টাঙ্গাইলের হালিম সরকার ।
অনুষ্ঠানে বাউল শিল্পিরা গানে গানে মাতিয়ে রাখে সারারাত । ভক্তরা বাউল সঙ্গীত শুনার জন্য সারারাত অধীর আগ্রহে উপস্থিত থেকে ওরশকে জমজমাট করে রাখে।
ফকির মঞ্জিল দরবার শরীফের গদিনিশি পীর সাহেব পীরে কামেল শাহ্ সুফী মোঃ আব্দুর রহিম চিশতী নিজামী (বায়তল হায়াতুহু )সহ সংশ্লিষ্টরা জানান,’ ইসলামী দিক নিদের্শনা তাৎপর্যের সাথে পালনে এই ওরশ শরীফ ঈদ উৎসবের মতই পরিণত হয়েছে। ফকির মঞ্জিল দরবার শরীফের বিভিন্ন স্থানে বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করায় ও তোরণ নির্মাণ করায় এ উৎসবে ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে , অপরদিকে, এলাকাবাসীর ভাষ্য, ‘ ঈদের মতোই বহু প্রতীক্ষিত মহাপবিত্র এ ওরশ প্রতি বছরেই আমাদের প্রাণের উৎসবে পরিণত হয়।’
শেষে , খতম,মিলাদ মাহফিল,জিকির আজকার,তবারক বিতরন করা হয়।
Discussion about this post