আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ ও দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামীলীগের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল কাশেম গত বৃহস্পতিবার রাত ১১ টা ২০ মিনিটে নগরীর দেওয়ান বাজারস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি…রাজিউন)। দু’দফা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল বাদে জুমা দেওয়ান বাজারের মাচুয়া ঝর্ণাস্থ ফকির মোহাম্মদ জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত সভাপতি এস এম সরওয়ার কামাল দুলু, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো: জসিম উদ্দিন, নির্বাহী ম্যাজিট্রেট আতিকুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ভুমি মন্ত্রীর একান্ত সহকারী রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, ব্যক্তিগত সহকারী এডভোকেট ইমরান হোসেন বাবু, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালী জোন মো: মোজাহিদুল ইসলাম, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নিজাম উদ্দিন, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক এম এ মালেক উপস্থিত ছিলেণ। এর আগে সকাল সাড়ে ১০টায় আনোয়ারা উপজেলার হাইলধরস্থ দক্ষিণ ইছাখালী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় । উক্ত জানাজায় আনোয়ারা উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড থেকে এই বীর মুক্তিযোদ্ধাকে রাস্ট্রীয় সালাম জানানো হয়। সেসময় আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল আলম সিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল কাশেম-এর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ গভীর শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য ইঞ্জিনিয়ার আবুল কাশেম চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জায়েদ বিন কাশেম এর পিতা।
Discussion about this post