চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোঃ সাইফ উদ্দিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বরত কর্মকর্তার উপস্থিত ছিলেন।
সভায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপনে প্রশাসনের কর্মসূচি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখা হয় ।
Discussion about this post