আনোয়ারা-সাতকানিয়া আসনের সাবেক সাংসদ এডভোকেট শাহাদাত হোসেন চৌধুরীর জানাজা শেষে আনোয়ারা বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম ও দুপুর ২টায় কাফকো হাউজিং কলোনী সংলগ্ন মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় রাজনৈতিক নেতাকর্মী, সহকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষে তাকে শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ ও আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার।
গত সোমবার রাত ৮টায় নগরীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এডভোকেট শাহাদাত হোসেন চৌধুরী৷
তিনি ১৯৭৭ সাল থেকে আনোয়ারার বৈরাগ ইউনিয়নের টানা চারবার চেয়ারম্যান, ১৯৭৯ সালে আনোয়ারা-সাতকানিয়া আসন থেকে সাংসদ ও ১৯৮৫ সালে আনোয়ারার প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
Discussion about this post