ধামরাই-কালামপুর-সাটুরিয়া-বালিয়াসহ সকল সড়ক মহাসড়কে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার কালামপুর এলাকায় ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজের সামনে এই মানববন্ধন করা হয়।
ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী গোলাম রাব্বির সভাপতিত্বে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে সকল শিক্ষার্থীরা সড়কে বিক্ষোভ মিছিল করেন।
হাফ ভাড়ার দাবিতে দেশের বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করছে। তারই প্রেক্ষিতে এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজ, ধামরাই পলিটেকনিক ইনস্টিটিউট, সাটুরিয়া কালু শাহ কলেজসহ বিভিন্ন কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী। তারা রাস্তায় নেমে তাদের দাবি জানান।
শিক্ষার্থীরা ৭২ ঘণ্টা সময় বেধে দেন পরিবহন মালিকদের। যদি তাদের দাবি না মানা হয় তবে পরবর্তীতে আরও বড় আকারে তারা রাজপথে নেমে ধর্মঘট করবে।
অধি/সাই
Discussion about this post