সাটুরিয়ায় ইউপি নির্বাচনে মনোনয়ন পেলেন যারা
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নে চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন ৯ জন।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ৯ জন ইউপি চেয়ারম্যানের মধ্যে ফুকুরহাটি ইউনিয়নে মো. আফাজ উদ্দিন, সাটুরিয়ায় মো. আনোয়ার হোসেন পিন্টু, হরগজ ইউপিতে মো. আনোয়ার হোসেন জ্যোতি, বালিয়াটী ইউপিতে মো. রহুল আমিন, বরাইদ ইউপিতে মো. হারুন অর রশিদ, ধানকোড়া ইউপিতে আ. রউফ, দরগ্রাম ইউনিয়নে নতুন মুখ সাবেক চেয়ারম্যান আলীনূর বকস রতন, দীঘলিয়া ইউনিয়নে নতুন মুখ সাবেক ভাইস চেয়ারম্যান মো. শফিউল আলম জুয়েল এবং তিল্লি ইউপিতে নতুন মুখ মো. শরিফুল ইসলাম ধলা।
সাটুরিয়া উপজেলা আ’লীগের দলীয় সূত্রে জানা গেছে, পুরাতন ৬ জন আর নতুন ৩ জনকে মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় মনোনয়ন কমিটি। এদিকে উপজেলা আ’লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন আ’লীগের ৪৫ নেতাকর্মী।
অধি/সাই
Discussion about this post