দীর্ঘ সাড়ে ৭ মাস যুদ্ধ শেষে ১৯৭১ সালের ২১ নভেম্বর মানিকগঞ্জের সাটুরিয়া পাকিস্তানি হানাদারমুক্ত হয়েছিল। তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ২১ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় দিনটি হানাদারমুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
এই দিনে উড়ানো হয় লাল-সবুজের পতাকা। আনন্দ-উল্লাসে মেতে ওঠে মুক্তিকামী ও এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ। এ উপলক্ষে সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মার্কেটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। এছাড়া সন্ধ্যায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ খ ম নুরুল হক জানান, ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে বাংলার মুক্তিযোদ্ধা ও সকল শ্রেণির স্বাধীনতাকামী মানুষ ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেন। এরই ধারাবাহিকতায় সাটুরিয়ার মুক্তিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে ১৯৭১ সালের ২১ নভেম্বর সাটুরিয়াকে পাকিস্তানি হানাদারমুক্ত করেন। তিনি মনে করে,ন এই দিনটি সাটুরিয়াবাসীর জন্য একটি স্মরণীয় দিন।
মুক্তিযোদ্ধা চলাকালীন সাটুরিয়ায় বিভিন্ন স্থানে ১০ জন শহীদ হন। এছাড়াও পঙ্গুত্ব বরণ করেন অনেকে। তাদের স্মরণে করা হবে বিশেষ মোনাজাত।
অধি/ সাই
Discussion about this post